তালাবা নেতা শহীদ আব্দুস সোবহানের ৪৬তম শাহাদাতবার্ষিকী আজ
|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয় ও লক্ষ লক্ষ মাদরাসা ছাত্রদের একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন ‘বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার’র সাবেক ঢাকা মহানগরীর নেতা মাওলানা আব্দুস সোবহানের ৪৬তম শাহাদাতবার্ষিকী আজ ২৪ ডিসেম্বর (মঙ্গলবার)। ছাত্রশিবিরের একদল নেতাকর্মীদের পৈশাচিক আক্রমনের শিকার হয়ে তিনি ১৯৭৮ সালের এই দিন সকাল ৭টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর সান্নিধ্যে চলে যান। এমন পাশবিক নির্যাতনের ঘটনায় তাঁর অকালে ঝড়ে যাওয়া জমিয়ত কর্মীদের হৃদয়ে আজও রক্ত ঝড়াচ্ছে।জমিয়তে তালাবায়ে আরাবিয়া ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল মাদরাসা শিক্ষার ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষা এবং এর যুগপোযোগি মানোন্নয়ন করতে। এলক্ষ্যে সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী যুগে যুগে আন্দোলন সংগ্রাম করেছে নিজেদের শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে। কেউ হাত হারিয়েছে, কেউ বা পা। কেউ চোখ হারিয়েছে, কেউ বা আব...