ডক্টর মুজিবুর রহমান : যুগসেরা তাফসির অনুবাদক ও সুসাহিত্যিক
|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি. কুষ্টিয়া ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আরবিবিদ, বিদগ্ধগবেষক, তাফসীর ইবনে কাসীর অনুবাদক, ইসলামী সাহিত্য রচনাকারী ডক্টর মুজিবুর রহমান সেরা আল-কুরআন গবেষক। মাতৃভাষা বাংলা, আরবি, উর্দু, ফার্সি ও ইংরেজি এ পাঁচটি ভাষায় তার সমান দখল ছিল। অসাধারণ পাণ্ডিত্যের কারণে সকল ভাষার সাহিত্যক্ষেত্রেই তার বিচরণ ছিল অবাধ।বাংলা ভাষায় কোরআন চর্চা, ইজাজুল কোরআন কণিকা, আল কোরআনের গল্প ইত্যাদি গবেষণা গ্রন্থ রচনা করে কুরআন গবেষণার ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে কুরআন জগতে খ্যাতিমান হয়ে ওঠেন।আরবি ছোট গল্পকার মোস্তফা লুতফী আলমান ফালুতীর 'আল-আবারাত'ছোট গল্প সংকলনটি 'মিশরের ছোট গল্প' নামে অনুবাদ করে আরবি সাহিত্যাঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেন।তাফসীরে ইবনে কাসীর সেরা তাফসির বিল মাসুর তাফসীরটি সহজ সরল বঙ্গানুবাদের ম...