মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.)-এর ৩৮তম ওফাতবার্ষিকী ১ অক্টোবর
|| নিজস্ব প্রতিবেদক ||উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, ইসলামী আন্দোলনের সিপাহসালার, নবুওতি ধারার আন্দোলনের দিক-নির্দেশক ও ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ)-এর ৩৮তম ওফাতবার্ষিকী আগামীকাল ১ অক্টোবর (বুধবার)। ১৯৮৭ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।মওলানার শতাধিক মৌলিক ও অনুবাদ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- পরিবার ও পারিবারিক জীবন, ইসলামে অর্থনীতি, ইসলামে জিহাদ, সুন্নাত ও বিদআত, আল কোরআনের আলোকে উন্নত জীবনের আদর্শ, আল কোরআনে শিরক ও তাওহীদ, আল কোরআনে রাষ্ট্র ও সরকার, হাদীস সঙ্কলনের ইতিহাস, ইসলামে হালাল হারামের বিধান, যাকাত বিধান, আহকামুল কোরআন।মরহুমের বর্ণাঢ্য জীবনী :১৯১৮ সালের ২ মার্চ, পিরোজপুরের কাউখালিস্থ শিয়ালকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ)। ১৯৩৮ সালে শ...




