শনিবার, ডিসেম্বর ১৪

শেখ হাসিনাকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণের অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিশ্বের ১৯টি দেশের রাষ্ট্রদূতগণ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানা যায়, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন এসব দেশের রাষ্ট্রদূতগণ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান রাষ্ট্রদূতগণ।

এসময় রাষ্ট্রদূতরা তাদের দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেন।

এদিন ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরাও গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিাকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে সোমবার নির্বাচনে বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীন, ভারত, রাশিয়াসহ ১১টি দেশের রাষ্ট্রদূতগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *