|| নাজমুল হাসান ||
হে মানব হে মানবতা! শুনো মোর কথা
কষ্টে আছে মোর ভাই রক্তে মাংসে আঁকা
দফায় দফায় হামলা চালায় হত্যা করে পাখির ন্যায়
পবিত্র ভূমি হয়েছে আজ ধ্বংসস্তূপের আস্তানা।
আকাশ বাতাস ছেয়ে গেছে নিরপরাধের আর্তনাদ
করুন দৃশ্য সৃষ্টি হচ্ছে গাজাবাসীর কানায় কানায়
ওই আর্তনাদ চলছে আজ উদয়-অস্তের বার্তা নাই
খুন গুমের রেকর্ড গড়ছে এর নাই সমাধান।
শিশু-বৃদ্ধা-অসুস্থ, বিরত থাকেনি ওদের তলোয়ার
চিকিৎসালয়ও রণক্ষেত্র বানিয়েছে ওদের আছে এ প্রাণ
চারদিকের জুলমের স্বীকার গাজাবাসীর অন্ত নাই
সহিংসতার করাজালে মোড়ল শ্রেণির যুক্ত কর্মে।
সহানুভূতির নাট্যমঞ্চ আত্মস্থ হচ্ছে বারংবার
পদক্ষেপের তালবাহানা লৌকিকতার জঞ্জাল
শকুনের পরিকল্পিত থাবায় পড়ছে বিরামহীন
পবিত্র ভূমি ক্ষুন্ন করতে ওরাই গতিশীল।
জালেমের জুলুম থেকে রক্ষা করো হে মানবতা!
দানবের হস্তক্ষেপ থেকে ফিরিয়ে নাও স্বাধীনতা
ফিরিয়ে দাও নিজ অধিকার নিজ আত্মসম্মান
মানবিকের কর্তব্য পূর্ণ করো যদি হও মানবিক।
লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।