আলোকিত নাবা ডেস্ক||
বিশ্বকাপের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানদের ৬ উইকেটে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করলো টাইগাররা।
৭ অক্টোবর’২৩ ধর্মশালার মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার জন্য আফগানদের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আফগান ব্যাটাররা শুরুতে ব্যাটিং ভালো করলেও টাইগার বোলারদের তোপে ব্যাটিংয়ে ধস নামে। ফলে, ৩৭.২ ওভারে ১৫৬ রান সংগ্রহ করে সব উইকেট হারায় আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে সাকিব ও মিরাজ ৩টি করে উইকেট পান। এ ছাড়াও শরিফুল ২টি এবং তাসকিন ও মুস্তাফিজ ১টি করে উইকেট শিকার করেন।
১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করে জয় লাভ করে। টাইগারদের পক্ষে সর্বোচ্চ নাজমুল হোসাইন শান্ত ৫৯ ও মেহেদী হাসান মিরাজ ৫৭ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৩৪.৪ ওভারে ১৫৮/৪ (আফগানিস্তান ১৫৬)