ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটমুক্তভাবে নির্বিঘ্নে বাড়ি ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন উত্তরবঙ্গের প্রবেশ দাঁড় খ্যাত সিরাজগঞ্জের যাত্রীরা। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল পাঁচটায় গাবতলী থেকে রওনা করে রাত আটটায় বাড়ি ফেরায় তারা এ স্বস্তি প্রকাশ করেন।
বেলকুচির চালা গ্রামের মো. মাসুদ নামের এক যাত্রী বলেন, দুপুরবেলায়ও শুনলাম বঙ্গবন্ধু সেতুপূর্বে ২২ কিলোমিটার যানজট। এতে অনেকেই গতকাল বিকালে রওনা করে আজ সকালে পৌঁছেছে। রাস্তার এই অবস্থা শুনে বাড়ি পৌঁছানো নিয়ে উদ্বিগ্ন ছিলাম। আলহামদুলিল্লাহ, কোনো জ্যাম ছাড়াই সময়মত বাড়ি পৌঁছেছি।
বেলকুচিগামী ঢাকা এক্সপ্রেস গাড়ির চালক আলাউদ্দিন বলেন, ঈদের সময় গাড়ি চালাচ্ছি মনেই হচ্ছে না। মহাসড়ক এরকম যানজটমুক্ত থাকলে যাত্রীদের নিয়ে সময়মত পৌঁছানো যাবে বলে আশা করি।