সুন্দর কথাবার্তা ও উত্তম আচরণে রয়েছে মুমীনের পরিচয়
|| ডা. আনোয়ার সাদাত ||মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে। সমাজের মানুষের মধ্যে পারস্পরিক আচার-ব্যবহার সুন্দর হওয়া বাঞ্ছনীয়। অন্যের সাথে চলাফেরা ও আচার-আচরণে তার শিষ্টাচার বা ব্যবহার কেমন হবে, কথাবার্তা কেমন হবে, সে বিষয়ে ইসলামে সুস্পষ্ট দিক-নির্দেশনা রয়েছে। একজন মুমীন বা মুসলমান সে নির্দেশনা অনুযায়ী নিজেকে পরিচালিত করবে। সেগুলি পালন করলে সমাজের অন্যান্য সদস্যদের সাথে তার সম্পর্ক সুন্দর হবে, সাথে সাথে সে অনুকরণীয় আদর্শে পরিণত হবে।সুন্দর কথা ও আচার-ব্যবহারের কারণে মহানবী (সা.) সবার মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। তাঁর কোমল আচরণের প্রশংসা করে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহর অনুগ্রহে আপনি তাদের প্রতি কোমল হৃদয়ের ছিলেন, আপনি কঠোর মনের হলে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত, অতএব আপনি তাদের ক্ষমা করুন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন ও সব কাজে তাদের সঙ্গে পরামর্শ করুন।’ (সুরা আলে ইমরান)সুন্দর কথা ...