টঙ্গীতে গৃহবধূর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট —থানায় অভিযোগ
|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় এক গৃহবধূর বাসায় হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার–নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আফরোজা আক্তার (২৫) টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তিনি জানান, গত (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে একই এলাকার কয়েকজন ব্যক্তি— কানা রতন (৪০), বুলু (৩০), মোঃ দাউদ (৩০), হিচকা সোহেল (২৮), মোঃ রুবেল (৩৫) এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জন তার বাসায় এসে তার স্বামীকে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ তুলে বাড়ি-ঘর ভাঙচুর শুরু করে।অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ঘরের প্রায় ৫ লাখ টাকার মালামাল ভাঙচুর করে। এ সময় প্রতিবাদ করলে ১ নম্বর অভিযুক্ত কানা রতন তাকে মারধর করেন। পরে ঘরে থাকা সাত ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে।আফরোজা আক্তার অভিযোগে জানান, অভিযুক্তদ...










