রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
এবার ৩টি ইউনিটে কোটা বাদে ৩ হাজার ৯০৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৩ হাজার ১১৭টি আবেদন জমা পড়েছে। এবার এ ইউনিটে ৬৯ হাজার ৫২৭টি, বি ইউনিটে ৩২ হাজার ৬১৪টি এবং সি ইউনিটে ৭০ হাজার ৯৭৬টি আবেদন জমা পড়েছে। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৪ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।