রবিবার, সেপ্টেম্বর ১৫

মাহে রমজানের পবিত্রতার পরিবেশ রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব_ইসলামী ঐক্য আন্দোলন

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুমিন মুসলমানের সাথে সাথে সরকারেরও নৈতিক দায়িত্ব। আজ শুক্রবার (৮ মার্চ) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া আরও বলেন, আমাদের দেশে রমজান আসলেই সুদখোর, মুনাফাখোর, অসৎ ব্যবসায়ীদের দৌরাত্ব বেড়ে যায়। তারা অধিক মুনাফার উদ্দেশ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে রোজাদারদের কষ্ট দেয়। সরকারের উচিত, এদের লাগাম ট্রেনে ধরা। এদের লাগাম টেনে ধরতে সরকার বরাবরের মতো এবারও ব্যর্থ হচ্ছে। অপরদিকে অশ্লীলতা বেহায়াপনারও সয়লাব সারাদেশে। টিভিচ্যানেলগুলোতে ঈদ উদযাপনের নামে বিভিন্ন অশ্লীল নাটক-সিনেমা, গান-বাজনার সয়লাব ঘটিয়ে দেয়। এসবের কারণে রোজায় ইসলামী কোন পরিবেশ থাকে না। তাই সরকারের প্রতি আহ্বান, অবিলম্বে অসৎ ব্যবসায়ীদের হাত থেকে দেশবাসীকে বাঁচান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনুন, এবং অশ্লীলতার ছয়লাব থেকে যুব সমাজসহ দেশবাসীকে বাঁচান। রোজায় তাকওয়াপূর্ণ পরিবেশ বজায় রাখুন। অপরদিকে ফিলিস্তিনের গাজায় যায়নবাদী ইসরাঈল মুসলিমদের উপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা অবশ্যই ঈদের আগে বন্ধ করতে হবে।

অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া তাঁর বক্তব্য আরো বলেন, গাজায় নারী পুরুষ শিশুসহ প্রায় ৪০ হাজারেরও বেশি মুসলিম শহীদ হলো। অথচ বিশ্বের মোড়লরা বিশেষ করে জাতিসংঘ, ওআইসি, মানবাধিকার সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করছে। আমরা আরো লক্ষ্য করছি, মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানগণও কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেন না। যা সত্যিই দুঃখজনক। তাই বিশ্ব বাসীর প্রতি আহ্বান, রোজার আগেই গাজা মুসলিম হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বিশ্বসংহতি গড়ে তুলতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরীর আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান ও অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, সহ-সম্পাদক হাফেজ মাওলানা হযরত আলী, সহ-সম্পাদক মাওলানা আবু তোহা মোঃ নুরুল্লাহ, জনাব এমএম আলী হায়দার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন, সহ অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুল খালেকসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *