রাজধানীর মিরপুরস্থ ট্রাস্ট মডেল একাডেমির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুযারি’২৪) একাডেমির মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব বিশিষ্ট কথা সাহিত্যিক, কবি ও গীতিকার মফিজ উদ্দিন আহমেদ (ফরিদ)। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুল হক মিয়া (পি আর এল)।
ট্রাস্ট মডেল একাডেমির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ছাএকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদারের স্বভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমির উপাধ্যক্ষ মোস্তাকিমা ইসলাম মীম, সিনিয়র শিক্ষক মো আলমগীর কবির।
উক্ত অনুষ্ঠানে গত বছর ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে ট্রাস্ট মডেল একাডেমি এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু- স্বাধীনতা ও আজকের বাংলাদেশ” শীর্ষক জাতীয় শিশু কিশোর চিএাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।