গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মনিপুর এলাকায় ৩টি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে মনিপুর এলাকার ঝুট গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর ভোর চারটার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, গতকাল দিবাগত রাতে মনিপুর এলাকায় তিনটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশন ও শ্রীপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। এ আগুন ভোর চারটার দিকে নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।