১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে ক্ষিদ্রমাটিয়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা। অদ্য শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন ক্ষিদ্রমাটিয়াস্থ মাদ্রাসায় এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো: আল আমিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্ষণস্থায়ী দুনিয়ার ছোট্ট জীবনে স্বাধীনতা আল্লাহ পাকের পক্ষ থেকে মহান নেয়ামত, আলহামদুলিল্লাহ। দেশের স্বাধীনতায় এ নেয়ামত অর্জনে যাঁরা মহান মুক্তিযুদ্ধে শহিদ হয়েছেন, তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। এ সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।