সৈয়দ ওসমান বিন হাসনাইন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ রহিম উল্লাহ। শনিবার সকালে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
ইবির একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ বিভাগটির সভাপতি হিসেবে সফলভাবে তার দায়িত্বের মেয়াদকাল শেষ করে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন।
৯ মার্চ’২৪ সকাল ১১টায় দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাকক্ষে আয়োজিত সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে আল থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী , বিশেষ অতিথি ছিলেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড মোহাম্মদ আফাজ উদ্দিন প্রফেসর ড. আব্দুর রহমান আনোয়ারী, আহ্বায়ক ছিলেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী এছাড়াও বিদায়ী সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ওয়ালী উল্লাহ-সহ অনুষদভুক্ত অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় তারা সুস্বাস্থ্যের সহিত দায়িত্ব পালনে নতুন সভাপতির সার্বিক সাফল্য কামনা করেন।