সোমবার, ফেব্রুয়ারি ১৭

ইউনিক স্কলার স্কুলে বই উৎসব

বছরের শুরুতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলে বই উৎসব। এদিন শিক্ষার্থীদের মাঝে বিরাজ করে এক অনাবিল আনন্দ। এর ব্যতিক্রম নয় ইউনিক স্কলার স্কুল। আজ সোমবার (১ জানুয়ারি’২৪) স্কুলটিতে পালিত হয়েছে বই উৎসব।

.

সিরাজগঞ্জ বেলকুচির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিক স্কলার স্কুলে আয়োজিত বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃ মহসিন রেজা সঞ্চালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুস সবুর ভুইয়া, বেলকুচি পৌরসভার দকর্মকর্তা জনাব মোঃ রাজু আহমেদ-সহ অতিথিবৃন্দ। এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিদের হাত থেকে নতুন বই পেয়ে খুশি ইউনিক স্কলার স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *