বুধবার, সেপ্টেম্বর ১১

ইউআইটিএস ট্রাষ্টি চেয়ারম্যানের সাথে ভিয়েনা ইউনিভার্সিটির অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ড. জেরাল্ড ফুটসেক। বুধবার (১৩ মার্চ) দুপুর ২ টায় এ সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ‘স্কলার্স মিট’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জীবনদর্শনের বিভিন্ন মতবাদ, শিক্ষা পদ্ধতির মানবীয় দিক প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. জেরাল্ড ফুটসেক একাডেমিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি ইউআইটিএস-এর শিক্ষকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান সঞ্চালিত সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস অনুষদের ডিন, জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী, আইন অনুষদের ডিন এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ-সহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *