মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭

অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না, অভিযান লাগাতার চলবে

হাসপাতালগুলোতে অনিয়ম বন্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, অতীতে কী হয়েছে সেগুলো মনে রাখা যাবে না। ইচ্ছা করলেই অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না। লাগাতার অভিযান চলবে।

শনিবার (২ মার্চ) সকালে ঢাকার একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, আমি বাংলাদেশের সব হাসপাতাল বন্ধ করার পক্ষে না। হাসপাতাল থাকবে, সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালও থাকবে। কিন্তু সে হাসপাতালগুলোকে নিয়ম মেনে যা যা ক্রাইটেরিয়া দরকার সেগুলো মেনে চলতে হবে।

এসময় বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগুনের ঘটনা রোধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। আমার মনে হয়, রাজউক ও গণপূর্তকে আরও বেশি সতর্ক হওয়া উচিত। সামান্য একটা ভুলের জন্য ৪৫টা প্রাণ চলে গেল, এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। আমি মনে করি, এর বিরুদ্ধে অভিযান চলা উচিত এবং চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *