বেলকুচিতে আমিরুল ইসলাম খাঁন আলিমের পূজামণ্ডপ পরিদর্শন
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছেন বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনের বিএনপির নেতা আমিরুল ইসলাম খাঁন (আলিম)। সোমবার দিনব্যাপী তিনি ইউনিয়নের মোট ১২টি পূজা মন্দির পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত সাধারণ পূজারী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসন ও আয়োজকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, “দুর্গাপূজা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আজ একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এখানে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইক...