নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে দেশি–বিদেশি চক্রান্ত চলছে : মঞ্জু
জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা–গুলিবর্ষণ|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে দেশি–বিদেশি চক্রান্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনী আগের মতো তৎপর নয়, আমাদের সতর্ক থাকতে হবে।” তিনি এ ন্যাক্কারজনক ঘটনার দ্রুত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রূপসার আইচগাতী এলাকায় বাবুর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে বাবুর ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনাবেচা ও নিষিদ...