কৃষক-ভোক্তার নাভিশ্বাস, সিন্ডিকেটের পৌষমাস: করণীয় কি?
|| ড. মো: জিল্লুর রহমান ||বিগত বেশ কয়েক বছর যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে, কৃষিপণ্য বিপণনে একাধিক হাতবদল, সিন্ডিকেটের দৌরাত্ম্য, পথে পথে চাঁদাবাজি, অতি মুনাফা, ইত্যাকার কারণে ভোক্তাগণ পণ্য ক্রয় ও ভোগে নাভিশ্বাসে রয়েছেন। উপরন্তু মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অতিবৃষ্টি কিম্বা খরা, বন্যা, ঝড়-ঝঞ্জা, পণ্য আমদানিতে ডলারের মূল্য বৃদ্ধি, ইত্যাদি। এ চিত্র নতুন নয় বরং বছরের পর বছর বাজার সিন্ডিকেটের নব নব কৌশল ও বিরুপ পরিবেশ তা প্রকট থেকে প্রকটতর করছে। গত ১৬ অক্টোবর ভোক্তা অধিকার কর্তৃক বাজার তদারককালে দেখা গেল কৃষক পর্যায়ে ২০-২৫ টাকা মূল্যে বিক্রিত লাউ ঢাকা এসে ভোক্তা পর্যায়ে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ থেকে কৃষি পণ্যের বাজার ব্যবস্থায় যে কী তুঘলকী কান্ড ঘটে চলেছে তা প্রণিধানযোগ্য। শুধু লাউ নয় নিত্যপণ্যের সব ক্ষেত্রেই এ অরাজক অবস্থা বিদ্যমান। ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাসহ সরকারি সংশ্লিষ্ট অন...