শিক্ষার সকল স্তরে বৈষম্য বিদূরীত হোক
|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||বাংলাদেশে দু'ধরনের শিক্ষা ব্যবস্থা বিদ্যমান- সাধারণ শিক্ষা ও ইসলামী শিক্ষা। আবার ইসলামী শিক্ষায় দুটি ধারা আলিয়া ধারা ও কওমি ধারা।সাধারণ শিক্ষার প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত সকল স্তরেই বহু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছে প্রতিটি সরকার। কিন্তু ইসলামী শিক্ষা ব্যবস্থায় বিমাতা সুলভ আচরণের কারণে সেটা নেই বললেই চলে।সাধারণ শিক্ষায় যেখানে সাড়ে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে, সেখানে মাত্র স্বতন্ত্র চার হাজার ইবতেদায়ী মাদ্রাসার একটিও সরকারি নয়।মাধ্যমিক স্তরে প্রতিটি উপজেলায় বর্তমানে কমপক্ষে তিন চারটি করে স্কুল সরকারিকরণ করা হয়েছে যার সংখ্যা ৬২৮টি। কিন্তু সারা বাংলাদেশে কোনো একটি সরকারি দাখিল মাদ্রাসা নেই।স্কুল এন্ড কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ৬৩টি এবং উচ্চমাধ্যমিক কলেজ সরকারি ৫৪টি। কিন্...