মানিকগঞ্জে গিলন্ড ইউনাইটেড ক্লাব ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন তুষার মোল্লা দল
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে গিলন্ড ইউনাইটেড ক্লাব ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কোহিনুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তুষার মোল্লা দল। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪.৪০ মিনিটে এই খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল ম্যাচে দুটি শক্তিশালী দল- কোহিনুর দল বনাম তুষার মোল্লা দল অংশগ্রহণ করে দর্শকদের দুর্দান্ত খেলা উপহার দেন। প্রত্যেক দলের পক্ষ থেকে বহিরাগত ৫ জন করে খেলোয়াড় হায়ার করে আনার সুযোগ থাকায় কোহিনুর দল স্থানীয় কিছু খেলোয়াড় ভাড়া করেন। অপরদিকে, তুষার মোল্লা দল নেপালী ৫ জন খেলোয়াড় ভাড়া করেন।ফাইনাল খেলায় দর্শক গ্যালারি ছিল কানায় কানায় পরিপর্ণ। পুরো ৯০ মিনিট খেলার পরেও কোনো গোল না হওয়ায় বিজয়ী নির্ধারণে ট্রাইবেকারে গড়ায়। উভয় দল বলে পাঁচটি করে কিক করলে দু'দলের গোলকিপার প্রায় সবগুলো গোল ফিরিয়ে দেয়। তবে শেষের দিকে একটি বল কোহিনুর দলের জালে...










