রাজারহাট হাসপাতালে ফার্মাসিস্টের ওপর দুর্বৃত্তের হামলা
|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্তব্যরত ফার্মাসিস্ট আবু মোত্তালেব (মামুন) এর ওপর হামলা চালিয়েছে দুই দুর্বৃত্ত। শনিবার (২৮ জুন) দুপুরে হাসপাতালের গেটসংলগ্ন একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।আহত আবু মোত্তালেব জানান, তিনি সকালে নিয়মিত ডিউটিতে যোগ দেন। দুপুর ১২টার দিকে পরিচিত একজনের ডাকে সাড়া দিয়ে হাসপাতাল গেটের কাছে গেলে খোলারপাড় গ্রামের অটোচালক মাছুম এবং টগরাইহাটের সাবু তার পরিচয় নিশ্চিত করে অতর্কিতে হামলা চালায়। হামলায় তার নাক ফেটে রক্তক্ষরণ হয় এবং মুখ ও চোখে গুরুতর আঘাত পান।তিনি বলেন, “হাসপাতালে ক্যান্টিন না থাকায় গেটের সামনে চা খেতে যাই। ক্যান্টিন থাকলে বাইরে যেতে হতো না, হয়তো এমন ঘটনা ঘটতো না।”রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনীষা দাশ জানান, “আহতের নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং মুখমণ্...