কুয়াকাটায় কোরাল/ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্পের কর্মশালা
|| নিজস্ব প্রতিবেদক ||পটুয়াখালীর কুয়াকটায় ‘বাংলাদেশে আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল বা ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্পের ফলাফল প্রচার বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটাতে অবস্থিত হোটেল মোহনা ইন্টা. লি. এ এই কর্মশালা অনুষ্ঠিত হয়।বাণিজ্য মন্ত্রণালয়াধীন বিজিনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর আর্থিক সহযোগীতায় এবং মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) কর্মশালাটির আয়োজন করে।উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থ-বছরের বিপিসি-বিএসএফএফ এর যৌথ কর্মসূচীর অধীনে, বিপিসি ও বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় বিএসএফএফ ‘বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তৈরী খাদ্য নির্ভর কোরাল/ভেটকি মাছ মাছ উৎপাদন ব্যবস্থা’ শিরোনামে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করে। উক্ত পাইলট প্রকল্পটি...