বাণিজ্যমেলা শুরু ২১ জানুয়ারি
দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে আগামী ২১ জানুয়ারি (রবিবার)। এদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন।সোমবার (১৫ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সূত্রে জানা গেছে, নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরে থাকছে সব মিলিয়ে ৩৩০টি স্টল।প্রতিষ্ঠালগ্ন থেকে বাণিজ্যমেলা শুরুর রেওয়াজ নতুন বছরের প্রথম দিন। কিন্তু ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মেলার এবারের আসর পিছিয়ে যায়।মেলার আয়োজক কমিটি বলছে, স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দ একেবারেই শেষ পর্যায়ে। মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হত শেরেবাংলা নগরে। কোভিড মহামারীর কারণে ২০২১ সালে মেলা করা যায়নি। এরপর মহামারীর বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্র...