“মার্চের ছাব্বিশ”_কবিতা
|| আব্দুল হামিদ সরকার ||মার্চের ছাব্বিশ প্রথম প্রহরে,স্বাধীনতার ঘোষণা বাজে কর্ণকুহরে।স্বপ্ন কাজল মুক্তি, নহে অধীনতা,ঝলসে দিলো বাংলা ইয়াহিয়ার প্রেতাত্মা।লাঠি হাতে যুবা কৃষক, স্বাধীনতার মন্ত্রনা,রুখবে এবার পশ্চিমাদের নহে আর মার্জনা।একতারা দোতারায় বাউলের কতো সুর,তার চেয়ে স্বাধীনতা কি যে সুমধুর ।বজ্রমুষ্টি শপথে স্বাধীনতার সোপানে,ছাপান্নো হাজার বর্গে ভরে উঠলো নিশানে।করতোয়া আত্রাই মধুমতী চন্দনা,আঁধার কেটে উঁকি দিলো স্বাধীনতার জোৎস্না।মার্চে বপন হলো স্বাধীনতার বাীজ,পত্র পল্লবে দোয়েল দিলো শীষ।পুব আকাশে উঠলো ফুটে রক্তলাল রবি,এটা নিয়ে লেখেন কতো বাংলাদেশের কবি।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২৬ মার্চ, ২০২৫।...










