খুলনায় হুমা বাহিনীর দৌরাত্ম্য: তিন মাসে তিন খুন, আতঙ্কে মানুষ
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে নানা স্থানে নতুন করে উত্থান ঘটেছে স্থানীয় সন্ত্রাসী বাহিনীগুলোর। খুলনা শহরের দৌলতপুর থানা এলাকার মহেশ্বরপাশা এখন তেমনই এক আতঙ্কের নাম। আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও দখলবাজি ঘিরে সেখানে একের পর এক খুন, হামলা ও গুলির ঘটনায় উঠে আসছে ‘হুমা বাহিনী’র নাম।শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরের এই এলাকায় গত সাড়ে তিন মাসে তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পাশাপাশি একাধিক কুপিয়ে জখম ও প্রকাশ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, হুমায়ুন কবির হুমা ও তার অনুসারীরাই এসব ঘটনার পেছনে।পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতপুর থানার মহেশ্বরপাশা বণিকপাড়ার বাসিন্দা মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির হুমা (৩৭) একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গত বছরের ৯ অক্টোবর বাগেরহাটের রামপাল থেক...










