যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশ তাদের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের পোশাক প্রত্যাহার করেছে বলে দেশের একটি জাতীয় দৈনিকে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি ‘ভুল’ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘ভুল সংবাদ প্রকাশের জন্য ওই পত্রিকার কাছে জবাবদিহিতা চাওয়া হবে।’
রবিবার (৫ নভেম্বর’২৩) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ পরিবরশনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।