শনিবার, ডিসেম্বর ১৪

সূরা আল ফাতেহায় রাষ্ট্র দর্শন

আল কুরআন কোনো দর্শন বা বিজ্ঞানের গ্রন্থ নয়। কিন্তু দর্শন ও বিজ্ঞানের বিষয়গুলো আল কুরআনের দিকনির্দেশনার বাইরে নয়।

রাষ্ট্র দর্শনের একটি পরিভাষা, sovereignty সার্বভৌমত্ব বা একচ্ছত্র ক্ষমতার অধিকারী।

উইকিপিডিয়ায় সার্বভৌমত্বের একটি দিকনির্দেশনা দেওয়া হয়েছে তা হলো-

যে ক্ষমতাবলে রাষ্ট্রের অভ্যন্তরীণ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এবং বহির্শক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে পারে, তাকে সার্বভৌমত্ত্ব বলে। সার্বভৌমত্ব কোনো পরিচালনা পরিষদের বাইরের কোনো উৎস বা সংগঠনের হস্তক্ষেপ ছাড়া কাজ করার পূর্ণ অধিকার ও ক্ষমতা।

রাজনৈতিক তত্ত্ব অনুযায়ী, সার্বভৌমত্ব কোনো একটি রাষ্ট্রব্যবস্থার উপর সর্বোচ্চ ক্ষমতা নির্দেশকারী একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। এটি রাষ্ট্র গঠনের মূলনীতি ও মূখ্য উপাদান। আর সার্বভৌমের আদর্শই হলো আইন। এই উপাদান ব্যতীত কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না।

উইকিপিডিয়ায় বর্ণিত সার্বভৌমত্ব শব্দটির নির্যাস হলো-
১. সার্বভৌমত্বের মালিক একক ক্ষমতার অধিকারী হবেন।

২. রাষ্ট্রের অভ্যন্তরীণ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন।

৩. এতে বাইরের কারো নাক গলানোর অবকাশ নেই।

৪. বহি:শত্রু হস্তক্ষেপ থেকে নিয়ন্ত্রিত থাকবে।

৫. যে কোনো কাজ করার পূর্ণ অধিকার থাকবে।

৬. এটি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা নির্দেশক।

৭. এটি রাষ্ট্রের মূলনীতি ও মৌলিক উপাদান।

৮. সার্বভৌমের আদর্শই হলো আইন।

আমরা সূরা ফাতিহার তৃতীয় আয়াত আল্লাহ তাআলা বিচার দিবসের একচ্ছত্র মালিক সার্বভৌমত্বের অধিকারী (মালিকি ইয়াওমিদ্দিন) এর প্রতি লক্ষ্য করলে সার্বভৌমত্বের নির্যাস ৮টি বিষয়ই দেখতে পাবো।

আল কুরআনে সার্বভৌমত্ব বিষয়ে শতাধিক আয়াত রয়েছে ।

১. আল কুরআনে সার্বভৌমত্ব বিষয়টি ঘোষিত হচ্ছে নিম্নের আয়াতে ।

لِّمَنِ ٱلۡمُلۡكُ ٱلۡیَوۡمَۖ لِلَّهِ ٱلۡوَ ٰ⁠حِدِ ٱلۡقَهَّارِ
আজকের দিনে একচ্ছত্র মালিকানা কার? মহাশক্তিধর একমাত্র আল্লাহর। (সূরা আল মুমিন ১৬)

২. নিম্নের আয়াতটি একচ্ছত্র হুকুমদাতা অর্থে তিনবার এসেছে ।
إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِۖ
আল্লাহ ছাড়া একচ্ছত্র হুকুমদাতা আদেশদাতা আইনদাতা দ্বিতীয় কেউ নয়। (সূরা আনআম ৪৭ সূরা ইউসুফ ৪০ ও ৬৭)

৩. নিম্নের আয়াতটি একচ্ছত্র মালিকানা অর্থে ১১ বার এসেছে ।

لِّلَّهِ مَا فِی ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ وَمَا فِی ٱلۡأَرۡضِۗ
ভূমন্ডল নভোমন্ডলের সবকিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহর। (সূরা আল বাকারা ২৮৪)

৪. একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল কুরআনে ১৩ বার উল্লেখিত হয়েছে
إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَیۡءࣲ قَدِیرࣱ

আল্লাহ তাআলা সবকিছুর উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী।(সূরা আল বাকারা ২৮৪)

সার্বভৌমত্বের প্রকৃত অর্থ সর্বময় ক্ষমতার অধিকারী, আইনদাতা, হুকুমদাতা, মালিকানা একচ্ছত্রভাবে আল্লাহ তাআলার। এ বিষয়টি আল কুরআনের প্রতিটি পরতে পরতে স্পষ্টত উল্লেখ রয়েছে।

আল্লাহ তাআলা আমাদেরকে আল কুরআন বোঝার তৌফিক দান করুন, আমিন।

লেখক: অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং সাবেক ডিন থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *