ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮২তম জন্মদিন এবং বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে ইউআইটিএস। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১২ মার্চ, ২০২৪) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ও অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তফা আবুলউলায়ী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন, সৈয়দা আফসানা ফেরদৌসী, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান সঞ্চালিত অনুষ্ঠানে সকল বিভাগের বিভাগীয় প্রধানগণসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দউপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মাননীয় চেয়ারম্যান এর দীর্ঘায়ু, সুস্থতা ও মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তফা আবুলউলায়ী। দোয়া শেষে সকলের মাঝে ইফতারি বিতরণ করা হয়।