
|| নিউজ ডেস্ক ||
ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল ইয়ামেনী (রহ.)-এর ৭০৬তম ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (১৮ মে) সকাল থেকে শুরু হয়ে শেষ হবে আজ সোমবার। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও আশেকানদের ঢল নেমেছে পুণ্য ভূমি সিলেটে।
এ উপলক্ষে জেলা ও টুরিস্ট পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বসানো রয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা।
প্রতি বছর আরবি মাসের ১৯ ও ২০ জিলক্বদ ওরস মোবারক অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে আগত ভক্ত ও আশেকানরা মাজার শরিফে গিলাফ প্রদান করেন।
রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-আশেকানরা বলেন, হজরত শাহজালালের (রহ.) টানে প্রতিবছর শত কষ্ট স্বীকার করেও হলেও ছুটে আসেন তারা। নিজেদের জীবনের সন্তুষ্টির পাশাপাশি ভক্তরা প্রার্থনা করেন দেশ ও দশের মঙ্গল। কেবল ইসলাম ধর্মাবলম্বীরাই নয়, বিভিন্ন জাতি ধর্মের মানুষের পদচারণায় দরগাহ প্রাঙ্গণ যেন হয়ে ওঠে সাম্প্রদায়িক মিলন মেলার তীর্থভূমি।