শনিবার, সেপ্টেম্বর ১৪

সিরাজগঞ্জের ৬টি আসনে ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র ২৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি (নৌকা), জহুরুল ইসলাম (লাঙ্গল), সাইফুল ইসলাম (মশাল), সবুজ আলী (নোঙ্গর)।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) ড. জান্নাত আরা হেনরী (নৌকা), আমিনুল ইসলাম (লাঙ্গল), আব্দুর রুবেল সরকার (গোলাপ ফুল), সাদাকাত হোসেন খান বাবুল (হাতুড়ী), সোহেল রানা (সোনালী আঁশ)।

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) ডাঃ আব্দুল আজিজ এমপি (নৌকা), জাকির হোসেন (লাঙ্গল), গোলাম মোস্তফা (নোঙ্গর)।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সাবেক এমপি শফিকুল ইসলাম (নৌকা), হিল্টন প্রামাণিক (লাঙ্গল), মোস্তফা কামাল বকুল (মশাল)।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আব্দুল মমিন মন্ডল এমপি (নৌকা), ফজলুল হক (লাঙ্গল), আব্দুল হাকিম (নোঙ্গর), নাজমুল হক (গামছা), সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল), আব্দুল্লাহ আল মামুন (কাঁচি)।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সাবেক এমপি চয়ন ইসলাম (নৌকা), মোক্তার হোসেন (লাঙ্গল), মোজাম্মেল হক (মশাল), রেজাউল রশীদ খান (হাতুড়ি), তারিকুল ইসলাম (সোনালী আঁশ), মোহাম্মদ শামীম (নোঙ্গর), কাজী আলামীন (একতারা), হালিমুল হক মীরু (ঈগল)।

এসময় সব আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থক-সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *