মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে বিজয় যখন আমাদের হাতছানি দিচ্ছিল, ঠিক তখনই নিশ্চিত পরাজয় বুঝতে পেরে রাজাকার, আল বদর বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে একটি ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। বাংলাদেশকে চিরতরে মেধা শূন্য করার লক্ষ্যে আমাদের বুদ্ধিজীবীদেরকে রাতের আধারে নির্মমভাবে হত্যা করে।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল মান্নান চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অনুষদের ডীন, রেজিস্ট্রার সহ বিভিন্ন বিভাগের প্রধান এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
.
উপস্থিত সকলে একাত্তরের ১৪ ডিসেম্বরে শাহাদাত বরণকারী সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।