বুধবার, সেপ্টেম্বর ১১

রাজশাহীতে ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র মডেল স্কুলে বই উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজশাহীতে ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র মডেল স্কুলের বই উৎসব এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় স্কুলের মিলনায়তনে এ বই উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

.

স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আরমান আলী। এছাড়াও সহকারী প্রধান শিক্ষক রেজওয়ানুর রহমান-সহ সকল সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

.

উল্লেখ্য, অনুষ্ঠানে বই বিতরণ শেষে এসএস সি’তে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিখন অভিজ্ঞতা মূল্যায়ন প্রতিবেদন তৈরির জন্য ৬ জনকে পুরস্কারসহ দায়িত্বে অগ্রণী ভূমিকা পালনে শিক্ষকদের থেকে ৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *