শনিবার, ডিসেম্বর ৭

রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বুধবার বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে হাড় কাঁপানো শীত পড়েছে। দেশের বেশকিছু এলাকায় রাতের তাপমাত্রা কমে গিয়ে বেড়েছে শীতের তীব্রতা। এরইমধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলাসহ দেশের ২১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছ মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের কারণে রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে পথঘাট। এদিকে রাজধানীতে এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সকালে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকায় সর্বনিম্ন ১২.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ৮.১ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একযোগে রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছীতে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। এটি ঢাকায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ডিগ্রি সেলসিয়াম কমেছে। আগামী পরশু বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্তমানে যশোর, কুষ্টিয়া চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *