মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭

রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন, মা–শিশুসহ ৪জন নিহত

রাজধানীর তেজগাঁওয়ে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে মা-শিশুসহ ট্রেনের চার যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর পাঁচটার পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা শাজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট গিয়ে সকাল ৬ট ৪৫ মিনিটে আগুন নেভায়।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন যাত্রীদের বরাত দিয়ে জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকার বিমানবন্দর স্টেশন পার হয়ে খিলক্ষেতে এলে যাত্রীরা বগিগুলোয় আগুন দেখতে পান। তারা চিৎকার করতে শুরু করেন। পরে চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।

আগুন নেভানো ও মরদেহ উদ্ধারের পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—নাদিরা আক্তার পপি (৩২) ও তাঁর ৩ বছরের ছেলে ইয়াছিন। বাকি দুজন পুরুষ। এখনো তাঁদের পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *