শনিবার, ডিসেম্বর ১৪

মাদক ও যৌতুক বিরোধী আলোচনা এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার

সিরাজগঞ্জে মাদক ও যৌতুক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের পৌর ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম ও ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা করবেন। আলোচনা সভা শেষে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী কলরব ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলমী সংগীত পরিবেশন করবেন।

ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো: আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সচেতনতামূলক ইসলামিক অনুষ্ঠানটিতে অংশগ্রহণের জন্য সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *