সোমবার, অক্টোবর ১৪

বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকী পালিত

উপমহাদেশের খ্যাতিমান আন্তঃধর্মীয় সম্প্রীতি সাধক, সুফি গবেষক ও বাংলার রুমি, শাহসুফি সৈয়দ আহমদুল হক-এর ১৩তম ওফাতবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের লালখান বাজারস্থ ঐতিহ্যবাহী রুহ আফজা কুটিরে বাংলার রুমির মাজার শরিফ প্রাঙ্গণে কুরআনখানি, মিলাদ, দোয়া, তবাররক বিতরণ ও আলোচনা সভা-সহ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকী পালিত
বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।

বাংলার রুমি প্রতিষ্ঠিত গবেষণাধর্মী আধ্যাত্মিক প্রতিষ্ঠান- আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর উদ্যোগে ওইদিন সকাল ১০টায় রুমি সোসাইটির উপদেষ্টা ও বাংলার রুমির বড় সাহেবজাদা শাহসুফি সৈয়দ মাহমুদুল হকের উপস্থিতিতে মাজার শরীফে নতুন গিলাফ পরানোসহ গভীর শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ জোহর মিলাদ, দোয়া এবং এতিম ও গরিব-দুঃখীদের মাঝে তবাররক বিতরণ করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় “শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানে বাংলার রুমি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সবশেষ সেমা মাহফিল আয়োজন করা হয়।

বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকী পালিত, সৈয়দ মাহমুদুল হক
বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকীতে বক্তব্য দিচ্ছেন বড় সাহেবজাদা সৈয়দ মাহমুদুল হক।

আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর সহ-সভাপতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেলটা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, দেশ বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। এছাড়াও রুমি সোসাইটির উপদেষ্টা ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান, পদ্মা অয়েল লিমিটেডের চেয়ারম্যান ও সাবেক সচিব জাফর উল্লা খান, সাবেক সচিব জনাব মুহাম্মদ আলকামা সিদ্দিকী-সহ দেশের খ্যাতিমান বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকী পালিত
বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *