শনিবার, জুন ১৪

বগুড়ায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||

বগুড়ার শাজাহানপুরে মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নেওয়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার খরনা এলাকায় ঝটিকা মিছিলের পর তারা পালিয়ে যায়। পরে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা।

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খরনা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানা (৪৫), ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ও অত্র মিছিলের স্লোগানদাতা সাদিক (১৮), খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪৬)।

এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করীম।

জেলা পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

রবিবার দিবাগত মধ্যরাতে তারা উপজেলার খরনা এলাকায় আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছে। এসময় তারা নাশকতার চেষ্টা চালায়। পরে পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *