মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে আজ ২৬শে মার্চ মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্সী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল মান্নান চৌধুরী পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বীর সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে সেখানে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো: হাকিকুর রহমান, ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য যে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলনসহ নানা আয়োজনে মুখোরিত ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাস।