বছরের শুরুতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের আয়োজন করা হয়। এদিন শিক্ষার্থীদের মাঝে বিরাজ করে এক অনাবিল আনন্দ। নতুন বছরে নতুন বই পাওয়ার আকাঙ্ক্ষায় শিক্ষার্থীরা জড়ো হয় তাদের প্রিয় প্রতিষ্ঠানে। এর ব্যতিক্রম নয় বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল। সোমবার (১ জানুয়ারি’২৪) স্কুলটির ক্যাম্পাসে উদযাপন করা হয়েছে এ বই উৎসব।
.
রাজধানীর উত্তর বাড্ডার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলে আয়োজিত বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাজী শেখ মুহাম্মাদ নূর-উন-নাবী। তিনি স্কুলের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও অতিথিবৃন্দকে নিয়ে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন নতুন বই তুলে দেন। এসময় স্কুলের প্রধান শিক্ষক মো: জহিরুল ইসলাম জয় ও সহকারী প্রধান শিক্ষক কে এম জাহিদ তিতুমীর উপস্থিত ছিলেন। এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিথিদের হাত থেকে নতুন বই পেয়ে খুশি বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
Best wishes