বুধবার, সেপ্টেম্বর ১১

ঢাবি’র নতুন উপাচার্যকে মানারাত ইউনিভার্সিটির ভিসির শুভেচ্ছা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শনিবার (৪ নভেম্বর’২৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। এ সময় উপস্থিত ছিলেন এমআইইউ’র রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ঢাবি’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে অভিনন্দন জানান এবং তার সফলতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালও এমআইইউ’র সাবেক সিন্ডিকেট সদস্য হিসেবে উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে ধন্যবাদ জানিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খোঁজ-খবর নেন। একই সঙ্গে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং যে কোন প্রয়োজনে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *