ঝিনাইদহের ঐতিহ্যবাহী নবুওয়াতী ধারার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতু মিনহাজিন নবুওয়াত বছরের প্রথম দিন বই উৎসব উদযাপন করেছে। এদিন শিক্ষার্থী-অভিভাবকদের পদচারণায় মাদরাসা প্রাঙ্গণ মুখরিত হয়।
.
সোমবার (১ জানুয়ারি’২৪) ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন নরেন্দ্রপুরে (নূরপুর) অবস্থিত এ মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
.
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মো. রুহুল আমীন। তিনি মাদরাসার সম্মানিত শিক্ষকমণ্ডলী ও অতিথিবৃন্দকে নিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় মাদরাসার সম্মানিত শিক্ষক মাওলানা মো. দেলাওয়ার হোসাইন নূরপুরী-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।