মঙ্গলবার, নভেম্বর ৫

জাপানে একদিনে ১৫৫ বার ভূমিকম্প, ৩০ জনের প্রাণহানি

জাপানে একদিনে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১৫৫ বার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারের অভিযান চলছে। খবর: বিবিসির।

জাপানের মিটিওরোলিজক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৬ রিখটার স্কেল এবং অপর একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫৫ টি ভূমিকম্পের প্রায় সবগুলোর মাত্রা ছিল ৩ রিখটার স্কেলের ওপরে। মূলত তীব্র ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার ফলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

স্থানীয় জ্বালানি সরবরাহকারী সংস্থা জানিয়েছে, মঙ্গলবার জাপানের ভূমিকম্প কবলিত অঞ্চলের প্রায় ৩৩ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়া ভূমিকম্পের সময় বিদ্যুৎ স্ফুলিঙ্গ থেকে সৃষ্ট আগুনেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

এর আগে, গতকাল সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে জাপানের মতো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *