রবিবার, সেপ্টেম্বর ১৫

খুলনার বিপক্ষে বরিশালের জয়

বিপিএল দশম আসরের সিলেট পর্বের শেষ খেলায় মেহেদী হাসান মিরাজ ও শোয়েব মালিকের রোমাঞ্চকর ব্যাটিংয়ে খুলনাকে ৫ উইকেটে হারাল বরিশাল। চলতি বিপিএলে যা খুলনার প্রথম হার।

আগে ব্যাট করতে নেমে বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রানের সংগ্রহ পায় খুলনা টাইগার্স। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় বরিশাল।

এবার বিপিএলের চলতি আসরে টানা জিতে চলছিল খুলনা টাইগার্স। নিজেদের পঞ্চম ম্যাচেও এনামুল হক বিজয়ের দল প্রায় জিতেই যাচ্ছিল। তবে তাদের মুখের সামনে থেকে সেই খাবার কেড়ে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও শোয়েব মালিক। শেষ মুহূর্তে দুজনের রোমাঞ্চকর ব্যাটিংয়ে খুলনাকে ৫ উইকেটে হারাল বরিশাল।

ব্যাটিংয়ে ঝড় তোলা শোয়েব মালিক ও মিরাজ অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। পাকিস্তানি অলরাউন্ডার ৪১ (২৫ বল) ও বাংলাদেশি অলরাউন্ডার মিরাজ করেন ৩১ রান (১৫ বল)। বরিশালের হয়ে বল হাতে ২টি উইকেটও তুলে নেন শোয়েব মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *