সোমবার, অক্টোবর ১৪

খাজা ওসমান ফারুকী’র “সুফি মেডিটেশন” বইয়ের প্রকাশনা উৎসব সোমবার

সুফি স্পিরিচুয়ালিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুফি সেন্টারের পরিচালক খাজা ওসমান ফারুকী খাজাজী রচিত “সুফি মেডিটেশন” বই প্রকাশনা উৎসব আগামীকাল সোমবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

ওইদিন বিকাল চারটায় রাজধানীস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০১ নং কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করেছে সুফি সেন্টার।

খাজা ওসমান ফারুকী'র "সুফি মেডিটেশন" বইয়ের প্রকাশনা উৎসব সোমবার

মহতি এই অনুষ্ঠানে আন্তর্জাতিক পরম বিজ্ঞানী প্রফেসর ড. এম শমশের আলী, খ্যাতিমান দার্শনিক প্রফেসর ড. আনিসুজ্জামান-সহ দেশ বরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, মনোচিকিৎসক, লেখক, গবেষক, সাংবাদিক, পীর-মাশায়েখ ও অন্যান্য গুণীজন উপস্থিত থাকবেন।

সুফি সেন্টারের পক্ষ থেকে আগ্রহীদের মহতি এই আয়োজনে স্ববান্ধবে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *