শনিবার, সেপ্টেম্বর ১৪

কুয়েতের আমির শেখ নাওয়াফ মারা গেছেন, নতুন আমির শেখ মিশেল

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুবরণ করেছেন। বেশ কয়েক বছর ধরেই অসুস্থ থাকা ৮৬ বছর বয়সী শেখ নাওয়াফের মৃত্যুর পর দেশটির নতুন আমির হিসেবে শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহর (৮৩) নাম ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দেশটির আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর এ ঘোষণা করা হয়। শেখ নাওয়াফের সৎভাই শেখ মিশেল।

আমির শেখ নাওয়াফের মৃত্যুর কারণ জানানো হয়নি। গত মাসে অসুস্থ হয়ে পড়ায় জরুরিভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘদিন অসুস্থ থাকায় শেখ নাওয়াফ ২০২১ সালে শেখ মিশেলের হাতে বেশির ভাগ দায়িত্ব তুলে দেন। সে বছরই কুয়েতের পরবর্তী আমির হিসেবে তাঁকে মনোনীত করা হয়।

কুয়েতের সংবিধান অনুযায়ী, যুবরাজ শেখ মিশেল দেশটির পার্লামেন্টে শপথ গ্রহণের মধ্য দিয়ে আমির হিসেবে ক্ষমতায় বসবেন। নিজের উত্তরসূরি ঘোষণার জন্য সর্বোচ্চ এক বছর সময় পাবেন তিনি।

এদিকে শেখ নাওয়াফের মৃত্যুর পর কুয়েতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি দপ্তরগুলো তিন দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন দেশের নেতারা সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *