অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজা সিটির উত্তরাঞ্চলে সোমবার (১৫ জানুয়ারি) সকালে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খবর: আল জাজিরার।
জাতিসংঘ সূত্রে জানা গেছে, উত্তর গাজায় চিকিৎসাসেবা সীমিত হয়ে গেছে। কারণ, ইসরায়েলি হামলায় একের পর এক হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় কোনো হাসপাতালই এখন আর পরিপূর্ণভাবে সেবা দিতে পারছে না।
গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তন-ইসরায়েল সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৩ হাজার ৯৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬০ হাজার ৫৮২ জন।
গাজা উপত্যকায় ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে টেলিযোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইন টেলিকমিউনিকেশন কোম্পানি পালটেল। সংস্থাটি জানায়, সেখানে টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করতে গিয়ে তাদের দুই কর্মী নিহত হয়েছেন।