রবিবার, সেপ্টেম্বর ১৫

ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণ

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শিক্ষা মন্ত্রণালয় পবিত্র কুরআন তিলাওয়াতের আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। ইরান অষ্টমবারের মতো এ আয়োজন করতে যাচ্ছে। ছেলে ও মেয়ে উভয়ই প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৬ ডিসেম্বর।

ইরানের আমন্ত্রণপত্র ও আবেদনের নিয়মকানুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

এরপর ১৮ থেকে ২১ ডিসেম্বর প্রাথমিকভাবে আবেদন যাচাই-বাছাই করা হবে। জানুয়ারিতে অনলাইনে প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত শিক্ষার্থীরা ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্বে অংশ নেবেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তেহরানে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

এদিকে আবেদনকারী যে বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চান, তাঁকে সেই বিষয়ে যোগ্য হতে হবে। নিজ দেশের অথবা আনুষ্ঠানিক কোনো প্রতিযোগিতায় বিজয়ী অথবা ভালো ফল করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *