গৃহস্থালির ক্লিনিং পণ্য হিসেবে ‘কুইক ওয়াশ’ নামে নতুন ডিটারজেন্ট পাউডার অচিরেই বাজারে পাওয়া যাবে। সব ঠিকঠাক থাকলে
আগামী ১ফেব্রুয়ারি ২০২৪ তারিখে কুইক ওয়াশ আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হবে বলে জানিয়েছেন এ পণ্যের স্বত্বাধিকারী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী।
গৃহস্থালির ক্লিনিং পণ্যের মধ্যে থাকবে-
১। কুইক ওয়াশ ডিটারজেন্ট পাউডার
২। কুইক বল সাবান
৩। কুইক পাওয়ার প্লাস হারপিক
৪। কুইক লেমন লিকুইড ডিস ওয়াশ
৫। কুইক হ্যান্ড ওয়াশ
৬। কুইক লেমন ভিম বার
৭। কুইক চমক নীল
৮। কুইক বিগজল
৯। কুইক টয়লেট টিসু
১০। কুইক ফেসিয়াল টিসু…
পণ্যের বিপণনে ডিলার নিয়োগ প্রক্রিয়া অব্যহত রয়েছে বলেও জানিয়েছেন স্বত্বাধিকারী নুরুন নাবী। ডিলার নিতে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে হবে বলেও তিনি জানান।
ডিলারের জন্য যোগাযোগ: শেখ মুহাম্মাদ নাহিদ হাসান, মোবাইল- 01854891822।