পারস্যের বিখ্যাত কবি শেখ সাদীর কবিতার নিম্নের পংক্তিগুলো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, বদলে দিতে পারে আমাদে দৃষ্টিভঙ্গী।
بس نامور به زیر زمین دفن کردهاند
کز هستیش به روی زمین بر نشان نماند
وآن پیر لاشه را که سپردند زیر گل
خاکش چنان بخورد کزو استخوان نماند
زندهست نام فرّخ نوشیروان به خیر
گر چه بسی گذشت که نوشیروان نماند
خیری کن ای فلان و غنیمت شمار عمر
زآن پیشتر که بانگ بر آید: فلان نماند
- گلستان سعدی
কাব্যানুবাদ:
কত নামজাদা প্রতাপশালীরা এ ধরার বুকে নিয়েছে ঠাঁই,
বিলীন হয়েছে অস্তিত্ব তাদের এ ধরার বুকে চিহ্ন নাই।
সেই বৃদ্ধের শীর্ণ শরীর রাখা হয়েছিল মাটির নিচে,
এমন করিয়া খেয়েছে মাটিতে অস্থিও অবশিষ্ট নাই।
ন্যায়বিচারেতে নওশেরওয়ান পুতঃ নাম আজো রয়েছে বেঁচে,
শত শত যুগ হয়ে গেছে পার নওশেরওয়ান বাঁচিয়া নাই।
যত বেশি পারো ভালো কাজ করো আয়ু মনে করো লুটের মাল,
সেদিনের আগে যেদিন সকলে বলিবে অমুক বাঁচিয়া নাই।
লেখক: শেখ সাদী, গুলিস্তাঁ (কাব্যানুবাদ: ইফা)।